সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মৌলভীবাজার মডেল থানার নবাগত ওসি মোঃ ইয়াছিনুল হকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে গত ১০ আগষ্ট সোমবার রাত সাড়ে ৮টায়। তিনি গত ৯ আগষ্ট মৌলভীবাজার মডেল থানায় যোগদান করেন। মতবিনিময় সভায় পরিচিতি পর্ব শেষে মৌলভীবাজার সদরের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন নবাগত ওসি মোঃ ইয়াছিনুল হক। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানসহ থানার পুলিশ সদস্যগণ মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ ইয়াছিনুল হক ইতিপূর্বে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রাম্মনবাড়িয়া জেলার সদর উপজেলার সন্তান।