সুরমার ঢেউ সংবাদ :: প্রায় ৫ মাস বন্ধ থাকার পর তামাবিল স্থল বন্দর দিয়ে আমদানী রপ্তানী কার্যক্রম আজ (১৭ আগস্ট) শুরু হয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে তামাবিল বন্দর দিয়ে সব ধরণের আমদানী রপ্তানী বন্ধ ছিল। আজ সোমবার(১৭ আগস্ট) দুপুর ১২ টা থেকে পুণরায় চালু হয়েছে ভারতীয় পণ্য আমদানী। বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ১টি সবজির গাড়িসহ ৭টি পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে। তবে বাংলাদেশ থেকে কোন পণ্যবাহী ট্রাক বা কোন যান এ পর্যন্ত ভারতে প্রবেশ করতে দেখা যায়নি। তামাবিল বন্দরে আজ কঠোরভাবে স্বাস্থ্য বিধি পালন করা হচ্ছে। স্থলবন্দর খুলে দেয়ায় ব্যবসায়ীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তবে সচেতন মহল উদ্বেগ ও শংকা প্রকাশ করছেন। তাঁরা বলছেন, স্বাস্থ্যবিধি পর্যাপ্ত না। যা আছে তা অনুসরণের ধারাবাহিকতা থাকবেনা। কিছু দিন পর অবাধে প্রবেশ করবে ভারতীয় পরিবহন। এসব পরিবহনের চালকরা সিলেট নগর পর্যন্ত যাতায়াত করে থাকেন। সীমান্তবর্তী অঞ্চলসহ সিলেটের পূর্বাঞ্চলে করোনা ভাইরাস মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ার শংকা সচেতন মহলের।