জুড়ী উপজেলার শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠিত

জুড়ী উপজেলার শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠিত

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে ৮ অক্টোবর সোমবার। অধ্যক্ষ মোহাম্মদ তাজুর রহমান সভাপতিত্বে ও বাংলা প্রভাষক আব্দুর নূর’র পরিচালনায় শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি মেম্বার আব্দুল কাদির, জুড়ী উপজেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক আলামিন আহমদ, সিনিয়র শিক্ষক হেমন্ত কুমার বারই, প্রভাষক মোঃ কামরুল ইসলাম, মনোয়ার হোসেন, সাহিদা ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য- শিলুয়া উচ্চ বিদ্যালয় ১৯৩৮ থেকে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে এবং ২০১৮ সাল থেকে শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধমিকের পথ চলা, কলেজের সাফল্য জুড়ী উপজেলার মধ্যে শতভাগ ফলাফল অর্জন। এরই ধারাবাহিতা বজায় রাখতে ৬ষ্ঠ ব্যাজে একাদশ শ্রেনীর ১শত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *