সুরমার ঢেউ সংবাদ :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের বিজি-২০১ একটি উড়োজাহাজ। ১৪ আগষ্ট রবিবার সকাল সাড়ে আটটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- বার্ডহিটের কারণে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটি মেরামতে কাজ করছেন। বিমানটি অবতরণের সময় পাখির আঘাতের কারণে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় যথাসময়ে বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি। সকাল ৯:৪০ বিমানটি যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছেড়ে যাযার কথা ছিল। ইঞ্জিনিয়াররা গ্রীন সিগনাল দিলে ফ্লাইটটি আবারও উড্ডয়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও এ ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষমাণ আছেন বলেও জানান তিনি।