২০২০ সালে বাংলাদেশ সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম

২০২০ সালে বাংলাদেশ সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম

সুরমার ঢেউ সংবাদ :: ২০২০ সালে বাংলাদেশ সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম। বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে এ অবস্থানে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২০ : মিলিটারি স্ট্রেন্থ র‌্যাংকিং’ তালিকায় ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে সামরিক শক্তিমত্তার সূচকে বাংলাদেশকে স্কোর দেয়া হয়েছে। ০.৭০৬৬ শক্তিসূচক নিয়ে বাংলাদেশ ৪৬তম অবস্থানে রয়েছে। (সূত্র : ডেইলী ষ্টার)। প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ২য় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, ৩য় চীন ও ৪র্থ স্থানে রয়েছে ভারত।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১৫তম। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৫তম। ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভূটান। তালিকায় থাকা শীর্ষ ১০ দেশ হলো ১. যুক্তরাষ্ট্র ২. রাশিয়া ৩. চীন ৪. ভারত ৫. জাপান ৬. দক্ষিণ কোরিয়া ৭. ফ্রান্স ৮. যুক্তরাজ্য ৯. মিশর ১০. ব্রাজিল। জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্রপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *