সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারের জেলার বড়লেখা উপজেলার কাননগোবাজার এলাকায় একটি নৌকা থেকে ৬০টি পানকৌড়ি পাখী উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। ৩০ জুলাই বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘পাখিগুলো ছেড়ে দেয়া হয়েছে এবং শিকারিদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, ‘২৯ জুলাই রাতে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের কাননগোবাজার এলাকায় একটি নৌকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পাখিগুলো নৌকায় রেখে শিকারিরা পালিয়ে গিয়েছিল। পাখিদের অভয়াশ্রম ‘হাল্লা পাখিবাড়ি’ থেকে ফাঁদ পেতে পানকৌড়িগুলো শিকার করা হয়েছিল।’