মৌলভীবাজারে গিয়াসনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
শ. ই. সরকার জবলু :: মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউপি’র দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফাকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে ২৫ নভেম্বর বুধবার দুপুর আড়াইটায়। গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামে তার নিজ বাড়ির পাশের মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
জানাযার পূর্বে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি সুসজ্জিত দল জাতির সূর্যসন্তান এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এর আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসুদ আহমদ, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (সোয়েব), জেলা আওয়ামীলীগ নেতা নওশের আলী খোকন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জামাল আহমদ, গোলাম মোস্তফার পুত্র গোলাম মোশাররফ টিটু প্রমুখ। জানাযায় সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, ২৩ নভেম্বর সোমবার বিকাল ৪টার দিকে হঠাৎকরে অসুস্থ্য হয়ে পড়লে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে হৃদযন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।