জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা করতে জনসচেতনতা কার্যক্রম হিসেবে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। আজ ২৭ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার কামিনীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম। এসময় জুড়ী থানার এস আই জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ তাকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায় জনসাধারণের মধ্যে সরকারের বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা থাকার পর ও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না । যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক প্রদান এবং জরিমানা করা হয়েছে। ১৮৬০ এর ১৮৮, ২৬৯, ২৯১ ধারা ও ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক ১০ টি মামলায় ৪৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ আমাদের দেশে দিন দিন বেড়েই চলছে।বেশির ভাগ মানুষ অসচেতন থাকার কারনে এই অবস্থা। জুড়ীতে সরকারি নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত থাকবে।