সুরমার ঢেউ সংবাদ :: করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত মহিলার দাফন সম্পন্ন করল তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার। সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বাসুদেবশ্রী গ্রামের মিনা বেগম ওরফে এশা বিবি (৬৫) করোনা আক্রান্ত হয়ে সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল ইসলামের নির্দেশনায় ও কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আপ্পান আলীর সার্বিক সহযোগিতায় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার ওই মৃত নারীর দাফন সম্পন্ন করে। মৃতের গোসল ও কাফন কাজে দায়িত্বরত ছিলেন সিনিয়র সদস্য মোছাঃ রেখা ইসলাম ও সিনিয়র সদস্য পারভিন বেগম, দাফন কাজে উপস্থিত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, টিম সমন্নয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্য আব্দুল আহাদ,সিনিয়র সদস্য সুলতান খান, সিনিয়র সদস্য শাহিন আহমদ, মাওলানা ফজলুর রহমান হেলালী, স্বপন চৌধুরী। ২৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মরহুমার বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত মিনা বেগম ওরফে এশা বিবি বাসুদেব শ্রী গ্রামের আলহাজ্ব মাসুক মিয়ার স্ত্রী। মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১৩৩৭ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৭২২ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৯ জন। সুস্থ্য হয়েছেন ৮২০ জন। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৬ জন ও করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৫৮ জন।
উল্লেখ্য- তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এ পর্যন্ত সদর উপজেলাসহ অন্যান্য উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে মৃত ২১ জনের দাফন সম্পন্ন করেছে।