সুরমার ঢেউ বিনোদন :: সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্ত্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভূগছিলেন। ২০ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। সেইথেকে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। শিল্পীর সহকারী মোশারফ গণমাধ্যমকে এসব তথ্য জানান। সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। মোশারফ বলেন, এরপর থেকে সবকিছু ঠিকই ছিল। কিন্তু, গত বৃহস্পতিবার তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। গায়ে জ্বর আসছে আবার যাচ্ছে। এমতাবস্থায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
উল্লেখ্য- কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভূগছেন ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী।