জুড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ২ লক্ষ টাকা জরিমানা আদায়

জুড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ২ লক্ষ টাকা জরিমানা আদায়

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। আজ ১২ আগস্ট বুধবার জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান কর্তৃক জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার সংলগ্ন গফুর কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় মো. মহিউদ্দিনের দোকানঘর হতে ২,৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত মো. মহিউদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৫ (১) ধারার বিধানমতে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *