সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ের বুদ্ধিমন্তপুর গ্রামের মৃত সুরমান মিয়া (৭০) দাফন করেছে সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার। সুরমান মিয়া গত ১০ আগস্ট সোমবার রাত ১১.২৫ মিনিটে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা পজেটিভ নিয়ে মৃত্যবরণ করেন। মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ শরীফুল ইসলামের অনুমতিক্রমে মৃতের গোসল, জানাযা ও দাফন সম্পন করে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার। মৃত সুরমান মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় ১১আগষ্ট মঙ্গললবার সকাল ৯ টায়। পরে তাকে বুদ্ধিমন্তপুর গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয়।
এসময় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল সরকার, সহকারী টিম প্রধান এসএম গোলাম কিবরিয়া, টিম সমন্নয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্য আব্দুল আহাদ, নিজাম উদ্দীন, আলমগীর আহমদ ও মাওলানা হিফজুর রহমান, মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী উপস্থিত ছিলেন। মৃত সুরমান মিয়া বুদ্ধিমন্তপুর গ্রামের মৃত আজর উল্লাহর পুত্র। উল্লেখ্য- মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১১২, হোম কোয়ারেন্টাইনে আছেন ৩১৩৫, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১১, সুস্থ্য হয়েছেন ৬৮২ এবং মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত ১৯ ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৫৪ জন।