শ. ই. সরকার জবলু :: জাতীয় সংবিধান দিবস উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৪ নভেম্বর শনিবার দুপুরে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। আলোচনা সভায় বক্তারা জাতীয় সংবিধান দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন।