মৌলভীবাজারে এবছর উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থী ১৭ হাজার ৫৮৪ জন

মৌলভীবাজারে এবছর উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থী ১৭ হাজার ৫৮৪ জন

মোহাম্মদ হায়দার :: সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১৭ আগস্ট বৃহস্পতিবার থেকে। জেলা-উপজেলার বিভিন্ন কলেজ থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৭ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী।
এবার মৌলভীবাজারে ছাত্রদের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এবছর জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ৭১০ জন এবং ছাত্রীর সংখ্যা ১০ হাজার ৮৭৪ জন। ছাত্রদের অনুপাতের হার ৩৮.১৬। এর বিপরীতে ছাত্রীদের অনুপাত ৬১.৮৪।
মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসারের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৌলভীবাজার জেলায় ২০২৩ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীর সংখ্যা মোট ১ হাজার ৪২৯ জন। এর মধ্যে ছাত্র ৮১৫ জন ও ছাত্রী ৬১৪ জন।
কারিগরি ও বিএমটিতে এবছর মৌলভীবাজারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন ৬৮৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৩৯৪ ও ছাত্রী ২৯২ জন। দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময় বা পরীক্ষা শুরুর পর (১০টা ৩০ মিনিটের বেশি নয়) প্রবেশ করেন, তাহলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্বের কারণ রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ওইদিনই শিক্ষাবোর্ডে প্রতিবেদন প্রেরণ করতে হবে।
কেন্দ্রের কর্মকর্তা ও পরীক্ষার কক্ষ পরিদর্শকদেরও কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলোর বর্ণনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেছেন- পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে কেন্দ্রসচিবকে প্রশ্নের সেট কোড জানিয়ে দেবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও ছবি তোলা যায় না- এমন মোবাইল ব্যবহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *