সুরমার ঢেউ সংবাদ :: তুষারঝড়, শিলাবৃষ্টি এবং প্রচণ্ড শীতে নাকাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ঝড়ো আবহাওয়ার কারণে লস অ্যাঞ্জেলেসের ৮৫ হাজার বাড়ি-ঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে তুষার জমে ভোগান্তিতে পড়েছে বহু মানুষ।
ভারী তুষারপাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এবং আশপাশের মহাসড়কে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে রাজ্যের পরিবহন বিভাগ। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের সান ফ্রান্সিসকোর বাসিন্দারা রেকর্ডমাত্রার ঠান্ডার মুখোমুখি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ।
রাজ্যের স্যাক্রামেন্টোর বাসিন্দাদের ভ্রমণ এড়াতে সতর্কতা জারি করেছিলো জাতীয় আবহাওয়া পরিষেবা। টুইটারে বিবৃতিতে সতর্কবার্তায় বলা হয়েছিলো- ভারী তুষার ও ঝড়ো বাতাসের কারণে গাড়ি চলাচল বিপজ্জনক হতে পারে। এমনকি পিচ্ছিল থাকায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। গত রবিবার স্যাক্রামেন্টো উপত্যকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে তুষারঝড় আঘাত হানতে পারে বলেও জানানো হয়েছিলো। এমন পরিস্থিতিতে বিমান উঠা নামায় জটিলতা সৃষ্টি হয়েছিলো। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রচণ্ড ঠাণ্ডার একই পূর্বাভাস ছিলো।