সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশী নারী দাবাড়ুদেরকে ভিসা দেয়নি ইতালী দূতাবাস। নোশিন আনজুম-সুব্রত বিশ্বাসরা বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বেশ কিছু দিন অনুশীলন করে আসছিলেন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব তাদের দিক-নির্দেশনা দিয়ে আসছিলেন। কিন্তু, ১১ থেকে ২৩ অক্টোবর ইতালির সার্দিনিয়া শহরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে আর অংশ নেয়া হচ্ছে না ওই দাবাড়ুদের। পালিয়ে যাওয়ার শ’ঙ্কায় বাংলাদেশ দলের কাউকে ভিসা দেয়নি ইতালির দূতাবাস। এমন খবর জানতে পেরে যারপরনাই হতাশ দলের সবাই।
এ টুর্নামেন্টকে ঘিরে সুব্রত বিশ্বাস, ওয়ালিজা আহমেদ, ওয়াদিফা আহমেদ, নিলাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, শাহদাত কিবরিয়া ও নোশিন আনজুমের অনেক প্রত্যাশা ছিল। আশায় ছিলেন ওপেন ও গার্লস বিভাগে খেলে নিজেদের আরও ঋদ্ধ করতে পারবেন। কিন্তু সব পরিশ্রমই বৃথা গেলো শেষ পর্যন্ত।
ইতালিতে বিশ্বের প্রায় সব দেশের দাবাড়ু অংশ নেবে। তাই সুব্রত-নোশিনরা চাইছিলেন সেখানে ইতিবাচক ফল করে যদি নর্ম অর্জন করা যায়। কিন্তু, নর্ম অর্জনের বড় সুযোগ হাতছাড়া হলো। হয়তো ইউরোপে খেলা হওয়াতে সমস্যা হলো। বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের হেড অব ডেলিগেশন মাহমুদা হক মলি দুঃখভারাক্রান্ত মনে জানিয়েছেন, ‘আমরা শুনেছি শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কার দাবাড়ুদেরও নাকি ভিসা দেয়া হয়নি। ওইদিন ঢাকায় ইতালির রাষ্ট্রদূতকে বোঝানোর চেষ্টা করেও সফল হওয়া যায়নি। আসলে দুর্ভাগ্য। ভালো একটি টুর্নামেন্টে খেলা থেকে বঞ্চিত হতে হলো।