রুহুল আলম রনি, ভ্রাম্যমান প্রতিনিধি :: কমলগঞ্জে ভাষা সৈনিক, প্রখ্যাত রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ ও লেখক কমরেড মফিজ আলীর ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ১০ অক্টোবর সোমবার। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ধূপাটিলাস্থ মফিজ আলীর সমাধিতে বিভিন্ন সংগঠনের পুষ্পার্পন শেষে শপথবাক্য পাঠ করা হয়। পরে স্থানীয় মাঠে ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নূরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অঅলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি শহীদ সাগ্নিক। আলোচক হিসাব উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক শাহীন মিয়া, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া, মফিজ আলীর অনুজ রেজাউল করিম, চা শ্রমিক নেতা সীতারাম বীন, স্যামুয়েল বেগম্যান, শাহজাহান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন- কমরেড মফিজ আলী মৃত্যুর পূর্ব পর্যন্ত সাম্রাজ্যবাদ, সামন্তবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে শাসক শোষক শ্রেণির শোষণ নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শোষনহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।