ইশরাত জাহান চৌধুরী :: মৌলভীবাজারে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার বিশেষ সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৯ অক্টোবর শনিবার। জেলা শাখার সভাপতি ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলুর পরিচালনায় শহরের শমসেরনগর সড়কস্থিত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এ বিশেষ সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি দুরুদ আহমদ, নসিবুর রহমান, মোঃ সেকুল ইসলাম ও ফাতেমা বেগম পপি, অর্থ বিষয়ক সম্পাদক এমদাদ আহমদ খান, আইন বিষয়ক সম্পাদক এড. উমায়রা ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী এম এ ইউসুফ শরিফ ও নির্বাহী সদস্য শেখ ফয়েজ আহমদ। উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য কামরুল ইসলাম ও মোছাঃ মিতু বেগম।
ধর্ম বিষয়ক সম্পাদক কাজী এম এ ইউসুফ শরিফ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সকাল ১১টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলমান এ বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে প্রতি ইংরেজী মাসের প্রথম শনিবার সকাল ১১টায় মাসিক সভা ও এতে সকল সদস্য উপস্থিত থাকার, প্রতি শনিবার মানবাধিকার লংঘন বিষয়ক আবেদন/অভিযোগের শুনানী ও এতে সকল সদস্য উপস্থিত থাকার, মানবাধিকার লংঘনের বিষয় পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য ৭ সদস্যবিশিষ্ট পরিদর্শন-পর্যবেক্ষণ টিম গঠন, ৩ সদস্যবিশিষ্ট অর্থ উপ-কমিটি গঠন, মাসিক ১শ টাকা সদস্য অনুদান নির্ধারণ এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ বিষয়ক সম্পাদকের যৌথ নামে একটি ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতির সমাপণী বক্তব্যের পর উপস্থিত সবার মধ্যে সংগঠনের সদস্য পরিচয়পত্র বিতরণ করা হয়। সবশেষে- উপস্থিত সদস্যবৃন্দকে সভাপতি ছালেহ আহমদ সেলিম, সহ-সভাপতি নসিবুর রহমান ও সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলুর সৌজন্যে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করে বিদায় সম্ভাষণ জানানো হয়।