নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেড়ি বিলের সীমানা নির্ধারণ করা হয়েছে। ওই সীমানার মধ্যে ইজারাদার ব্যতীত মৎস আহরণ নিষিদ্ধ থাকা সত্যেও বিলে মৎস আহরণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে বেরী বিল (সুজাপুর) এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার লাল পতাকা দ্বারা বিলের সীমানা চিহ্নিত করেছেন। এসময় স্থানীয় ইউপি সদস্য ও বিলের ইজারা গ্রহীতাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।