সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে অটোরিকশায় গ্রীল স্থাপনের নির্দেশনা, অন টেস্ট গাড়ী চলাচলে স্টিকার ব্যবসা ও রঙ পার্কিংয়ের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পালণ এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ২৩৫৯)। ৯ সেপ্টেম্বর বুধবার দূপুরে সংগঠনের সভাপতি পাবেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের পরিচালনায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনের রাজপথে অনুষ্ঠিত এ বিশাল মানববন্ধনে রাস্তার পাশে অটোরিক্সা রেখে সহস্রাধিক অটোরিকশা চালক অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অটোরিকশায় গ্রীল স্থাপনের নির্দেশনা, অন টেস্ট গাড়ী চলাচলে স্টিকার ব্যবসা ও রঙ পার্কিংয়ের মিথ্যা মামলার প্রথা বাতিল করতে হবে। নতুবা জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন(রেজিঃ নং চট্ট- ২৩৫৯) কঠোর আন্দোলনের ডাক দেবে। মানববন্ধন শেষে সভাপতি পাবেল মিয়া ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।