সুরমার ঢেউ সংবাদ :: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী সমাজসেবামূলক সংগঠন ‘সাথী যুব সমাজ কল্যান সংস্থা’র ২০ বছর পূর্তি উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ৩০ আগস্ট রবিবার।
উপজেলার ময়নাগঞ্জ বাজারে সংস্থার কার্যালয়ে মেসার্স শাহনাজ মেডিকেল ষ্টোরের সার্বিক সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিসিন, ডায়াবেটিস ও শিশু রোগে অভিজ্ঞ ডা. বজলুর রহমান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইসরাত মাহবুব।
এসময় সংস্থার উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম, আলাউদ্দীন খান, আব্দুল মুকিত, সংস্থার সভাপতি মিছবাহ খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আশিক, যুগ্ম-সম্পাদক এমরান আলী, যুগ্ম-সম্পাদক ফখর উদ্দিন, অর্থ সম্পাদক দিলোয়ার খান, সহ-অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাহী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জাকির, হাবিবুর রহমান কাওছার, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন, সহ-প্রচার সম্পাদক উজ্জল আহমদ, সমাজ সেবা সম্পাদক রুবেল মিয়া, ক্রীড়া সম্পাদক আব্দুল হাসান, সহ ক্রীড়া সম্পাদক এহসান আহমদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, সিনিয়র সদস্য আব্দুল বশর, জামাল মিয়া, মাহতাব মিয়া, ইমন মিয়া, মিজান মিয়া, নানু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।