সুরমার ঢেউ এক্সক্লুসিভ :: ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনকরণ প্রকল্পের নকশা চুড়ান্ত হয়েছে। অক্টোবরের মধ্যে এ প্রকল্পের টেন্ডার আহবান করা হতে পারে। খুবই টেকসই ও দৃষ্টিনন্দন হবে এ মহাসড়কটি। প্রকল্পের ব্যাপারে এমন ধারণাই পাওয়া গেছে। নকশায় দেখা গেছে রাস্তাটি ঢাকার কাঁচপুর হতে সিলেটের লালাবাজার পর্যন্ত ৬ লেন হবে। লালাবাজার থেকে নতুন বাইপাস রাস্তা নির্মাণ করে পারাইরচকস্থিত পীর হাবীবুর রহমান চত্বর পর্যন্ত যাবে। অপরদিকে লালাবাজার থেকে হুমায়ূন রশীদ চত্বর পর্যন্ত রাস্তাকে বর্ধিত না করে উন্নত মানের বিটুমিন (যেটি বিমানবন্দরের রানওয়েতে ব্যবহার করা হয়) ও পাথর দিয়ে নতুনভাবে নির্মাণ করা হবে।
এ ব্যাপারে প্রকল্প পরিচালক ও সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. ওয়ালিউর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কে উক্ত রাস্তার ডিজাইন সম্পর্কে অবহিত করা হয়েছে। উনাকে জানানো হয়েছে, ঢাকা-কাচঁপুর থেকে লালাবাজার পর্যন্ত ৬ লেন করা হবে আর বাকী রাস্তা হুমায়ূন রশীদ চত্ত্বর পর্যন্ত বড় না করেই সুন্দর করে নির্মাণ করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকিউরমেন্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাব্বির হাসান খান বলেন, ইতিমধ্যে ডিপিপি প্রস্তুত করা হয়েছ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই উক্ত রাস্তার টেন্ডার আহ্বান করা সম্ভব। তিনি আরও বলেন, ঢাকা-সিলেট রাস্তাটি হবে খুবই টেকসই ও দৃষ্টিনন্দন। রাস্তার উভয় পাশে বৃক্ষরোপনও করা হবে। উক্ত রাস্তায় ড্রেনেজ ব্যবস্থাও থাকবে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ সংশ্লিষ্টদের সাথে বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্টদেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়েছে।