সুরমার ঢেউ এক্সক্লুসিভ :: দিল্লি টু লন্ডন বাস সার্ভিস চালু করেছে গুরগাঁওযের ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড। বাসে করে দিল্লি থেকে লন্ডন যাত্রার কথা শুনে অনেকেই চমকে উঠবেন হয়তো। এও কী সম্ভব ! মনে ইচ্ছে আর পকেটে টাকা থাকলেই সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, গুরগাঁওযের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা এবার দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বাস সার্ভিস চালু করেছে। জি-নিউজ বলছে, শুনে প্রথমে চমকে উঠেছিলেন অনেকেই। এতটা রাস্তা বাসে যাওয়া কী সম্ভব ! কতদিন লাগবে যেতে ! খরচই বা কত ! কোন রুট ধরেই বা যাওয়া হবে ! জি-নিউজ জানিয়েছে, সব প্রশ্নের উত্তরই আছে। ১৫ অগাস্ট এ বাস সার্ভিস-এর ঘোষণা করেছে সংস্থাটি। এ সংস্থার দুই কর্ণধার তুষার ও সঞ্জয় মাদান এর আগে গত ৩ বছর দিল্লি থেকে লন্ডন সড়কপথে গিয়েছিলেন। তারাই এই রোমাঞ্চভরা পদক্ষেপ নিয়ে ফেলেছেন।
প্রতিবেদন থেকে জানা গেছে, দিল্লি থেকে লন্ডনগামী বাস যাবে অনেকগুলো দেশের ওপর দিয়ে। ভারত থেকে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটবিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স হয়ে যুক্তরাজ্যে যাবে বাসটি। ৭০ দিনের এ সফরে থাকবে সবরকম ব্যবস্থা। সংস্থাটি যাত্রীদের বিভিন্ন দেশে ফোর বা ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেবে। এছাড়া এ সফরে যাওয়ার জন্য মোট ১০টি দেশের ভিসা লাগবে। যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে সংস্থাটি। ২০টি সিটের এ বাসে থাকবে বিশেষ ব্যবস্থা। ২০ জন যাত্রী ছাড়াও থাকবেন ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, অ্যাটান্ডান্ট ও গাইড। একেক দেশে একেকজন গাইড থাকবেন। এছাড়া প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের। এ বাস পরিষেবার নাম দেয়া হয়েছে বাস টু লন্ডন। বাস টু লন্ডন পরিষেবায় ৪টি ক্যাটাগরি থাকবে। লন্ডন পর্যন্ত সফর করতে হলে একেকজনের খরচ হবে ১৫ লাখ টাকা। কেউ যদি লন্ডন পর্যন্ত না যেতে চান তাহলেও সমস্যা নেই। তিনি কয়েকটি দেশ ঘুরে নিজস্ব উদ্যোগে ফিরে আসতে পারবেন। সেক্ষেত্রে একরকম প্যাকেজ ধার্য করা হবে।