সুরমার ঢেউ সংবাদ :: বিয়ের ২৪ বছরে ৪৪টি সন্তানের মা হয়েছেন উগান্ডার মরিয়ম নাবাতাঞ্জি। মরিয়মের বয়স এখন ৪০ বছর। তার বিয়ে হয় ১২ বছর বয়সে। স্বামী ছিলেন ৪০ বছর বয়সী। বিয়ের পর থেকে এ পর্যন্ত তিনি ৩ বার ৪টি করে সন্তান, ৪ বার ৩টি করে সন্তান ও ৬ বার যমজ (২টি করে) সন্তানের জন্ম দিয়েছেন। এভাবেই মাত্র ৩৬ বছর বয়সে তিনি রেকর্ড সংখ্যক সন্তানের মা। ১টি সন্তান মারা যাবার কারণে ৩ বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। তখন থেকে মরিয়মকে তার নিজের ও সন্তানদের ভরণ পোষণ করতে হচ্ছে। বিয়ের ১ বছরের মাথায় মরিয়ম ১ম যমজ সন্তানের জন্ম দেন।
চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে জানান, মরিয়ম অস্বাভাবিক বড়ো জরায়ূর অধিকারী। ডাক্তার তাকে এই বলে সতর্ক করে দেন, তিনি যদি জন্মনিরোধক পিল ব্যবহার করেন তবে তার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবার আশংকা রয়েছে। তাই, মরিয়ম একের পর এক সন্তান জন্ম দিতে থাকেন। মাত্র ২৩ বছর বয়সে তিনি ২৫ সন্তানের মা হন। তিনি আবার তার চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে গর্ভধারণ করার উপদেশ দেন, কারণ তার ওভারি কাউন্ট অত্যন্ত উচ্চ।
আড়াই বছর আগে তিনি যখন শেষবারের মতো গর্ভবতী হন, তখন সন্তান প্রসবে তার সমস্যা দেখা দেয়। তিনি ৬ষ্ঠ বারের মতো যমজ সন্তান জন্ম দেন। তবে, এদের মধ্যে ১টি সন্তান মারা যায়। তখন তার স্বামী তাকে ছেড়ে চলে যান। মরিয়ম বলেন, আমি অশ্রুজলের মধ্যে বেড়ে ওঠেছি। আমার পুরুষ আমাকে বিপুল দুঃখের মধ্যে ফেলে চলে গেছে। সবসময় আমাকে কাটাতে হয় সন্তানদের দেখাশোনা করে এবং কিছু অর্থের জন্য কাজ করে।
এই দরিদ্র নারী সব ধরণের কাজ করেছেন- হেয়ার ড্রেসার থেকে শুরু করে ইভেন্ট ডেকোরেটর এমনকি ভাঙ্গাড়ি ব্যবসা থেকে ভেষজ ঔষুধ বিক্রেতা হিসেবে। অনেকগুলো মুখের খাবার জোগাড় করতে হয় তাকে। অথচ তার সবচেয়ে বড়ো সন্তানের বয়স ২৩ বছর। নাম ইভান কিবুকা। মাকে কাজে সাহায্য করতে গিয়ে স্কুল থেকে ঝরে পড়েছে ইভান কিবুকা। (সূত্র : খালিজ টাইমস্, অনুবাদ : নিজাম উদ্দীন সালেহ)