সুরমার ঢেউ, ইউকে নিউজ :: স্যার এ্যাড ডেভি ব্রিটেনের অন্যতম রাজনৈতক দল লিবারেল ডেমোক্রেট পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন । এর আগে তিনি দলের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। ৬৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে তিনি দলের নেতা নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি মেস ল্যায়ল ম্যারান এমপি পেয়েছেন তার থেকে বহু কম ভোট অর্থাৎ ৩৬ দশমিক পাঁচ শতাংশ। জাতীয় কনফারেন্সের মাধ্যমে দলনেতা নির্বাচনের বিধান থাকলেও এবার কোভিড-১৯ এর কারণে ডেলিগেটরা অনলাইনে ভোটাধিকার প্রয়োগ করেন। ৫৪ বছর বয়সী স্যার এ্যাড ডেভি পেয়েছেন ৪২,৭৫৭ ভোট তার প্রতিদন্ধি ল্যায়ান ম্যারান পেয়েছেন ২৪,৫৬৪ ভোট। ২০১৯ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে পরাজয়ের পর দলীয় প্রধানের পদ থেকে সরে দাড়ান জো সুইনসন । এর পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করেন । ত্রিশ বছরেরও বেশী সময় ধরে দলের একজন সদস্য হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন স্যার এ্যাড ডেভি। ১৯৯৭ সালে প্রথম তিনি লিবারেল ডেমোক্রেটের প্রার্থি হিসেবে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাথে জোটগত ভাবে নির্বাচন করে পরাজিত হলেও ২০১৭ সালের নির্বাচনে তিনি পূনরায় ইংল্যান্ডের কিংষ্টন এন্ড সারভিটন আসন থেকে এমপি নির্বাচিত হন। এখানে উল্লেখ্য যে বর্তমান ব্রিটিশ পার্লামেন্টে লিবারেল ডেমোক্রেট দলের ১১জন সংসদ সদস্য রয়েছেন। এছাড়া ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে দলের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। বর্তমান ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে সংখ্যার দিক থেকে লিবারেল ডেমোক্রেট পার্টির অবস্থান তৃতীয় । স্থানীয় সরকারে লিবারেল ডেমোক্রেটদের দখলে রয়েছে ১৪৩টি বারা। এসব বারা কাউন্সিল গুলোতে লিবারেল ডেমোক্রেটরা নেতৃত্ব দিচ্ছে। নেতা নির্বাচিত হওয়ার পর স্যার এ্যাড ডেভি বলেছেন তিনি সমগ্র দেশ ঘুরে দলকে শক্তশালী করতে কাজ করবেন। যাতে আগামী পার্লামেন্ট নির্বাচনে লিবারেল ডেমোক্রেট একাই সরকার গঠন করতে পারে সেই লক্ষ্যেই তিনি কাজ করবেন।