মৌলভীবাজারের সাংবাদিকদেরকে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রণোদনা প্রদান

মৌলভীবাজারের সাংবাদিকদেরকে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রণোদনা প্রদান

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারের সাংবাদিকদেরকে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রণোদনা প্রদান করা হয়েছে ২৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে । বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বিতীয় ধাপে ১৮জন সাংবাদিকের কাছে প্রণোদনার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সালাহ উদ্দিন ইবনে শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বখত। এসময় মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রুমি, দপ্তর সম্পাদক আফরোজ আহমদ, কার্যকরী সদস্য মামুনুর রশীদ মহসীন, শ. ই. সরকার জবলু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দ্বিতীয় ধাপে জেলায় কর্মরত ১৮জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর প্রণোদনা চেক প্রদান করেন অতিথিরা। এর আগে প্রথম ধাপে মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ১৫জন সাংবাদিককে প্রণোদনা প্রদান করা হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নেছার আহমদ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরাণিত করতে সাংবাদিকদের আহ্বান জানান। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী করোনাকালীন পরিস্থিতি মোকাবেলার পাশাপশি সব সেক্টরের মানুষের পাশে দাড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের প্রণোদনা দেয়া হচ্ছে’। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের লিখনির মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র ফুটে উঠে’। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় করোনা দূর্যোগ মোকাবেলা করে সমানতালে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আর সেই চিত্রই সাংবাদিকরা দেশের সাধারণ মানুষের মাঝে পৌছে দিচ্ছেন’। মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। এছাড়া সাংবাদিকদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *