মোঃ ছলিম উল্যাহ :: বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে অনেক ত্যাগ, অনেক প্রেম, অনেক বেদনা, অনেক রক্তের বিনিময়। বহু প্রতীক্ষিত আমাদের এই স্বাধীনতা কারো দান বা দয়ার ফল নয়। এমনি এমনিই বা কোন মেশিনের সাহায়্যেও আসেনি আমাদের স্বাধীনতা। এই অর্জনে ঝরে গেছে তাজা ৩০ লক্ষ শহিদের রক্ত, ২ লক্ষ মা-বোনের ইজ্জত আর জাতির ব্যাপক অর্থনৈতিক ক্ষতি। এই কঠিন স্বাধীনতা অর্জনে আমরা ছিলাম অনেক সাহসী জাতি কারণ আমরা পেয়েছি সাহসী মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭১ সালে পাকিস্থানের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের ছিল না ঢাল তলোয়ার, ছিল না কোন আধুনিক যুদ্ধ সরঞ্জাম বা অস্রসস্র কিন্তু আমাদের ছিল ব্যাপক সাহসী মাথানত না করা স্বাধীনতাকামী মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সঠিক ও সাহসী নেতৃত্ব আর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের বাঙ্গালী জাতিকে বীর বাঙ্গালী হিসেবে গড়ে তোলেছিল। এদেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না আর আমরা হয়ত আজীবন থাকতাম পরাধীন। তাই বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বা বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু – এই দু’য়ে মিলে এক অভিন্ন স্বত্তা। যেহেতু বাংলাদেশকে ভালবাসা মানেই বঙ্গবন্ধুকে ভালবাসা বা বঙ্গবন্ধুকে ভালবাসা মানেই বাংলাদেশকে ভালবাসা। বঙ্গবন্ধু বা বাংলাদেশকে ভালবাসেন এদেশে আছে অগণিত মানুষ। এ রকমই বঙ্গবন্ধু ও দেশের প্রতি প্রেম ও অগাথ শ্রদ্ধাবোধ থেকে এদেশের ব্যাংকিং জগতের আইকন একজন স্বনামধন্য স্বর্ণ পদক প্রাপ্ত ব্যাংকার অগ্রণী ব্যাংক লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহম্মদ শামস্- উল ইসলাম মহোদয় অগ্রণী ব্যাংক ভবনের ৭ম তলায় তৈরি করেছেন নান্দনিক বঙ্গবন্ধু কর্ণার। বঙ্গবন্ধুর প্রতি অগাথ ভালবাসা,শ্রদ্ধাবোধ আর দেশ প্রেম থেকেই গড়ে তোলেন নান্দনিক এই বঙ্গবন্ধু কর্নার। অন্যকোন উদ্দ্যেশ্য নিয়ে নয় বরং বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের ভালবাসা, আবেগ, শদ্ধাবোধ আর ভবিষ্যৎ প্রজন্মের নিকট বঙ্গবন্ধুকে তোলে ধরতে দীর্ঘদিন যাবৎ এই প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছিলেন। এই বঙ্গবন্ধু কর্ণার গড়ে তোলতে জনাব মোহম্মদ শামস্ -উল ইসলাম মহোদয়কে পাড়ি দিতে হয়েছে অনেক বাধাবিপত্তি কিন্তু সকল বাধা অতিক্রম করে তিনি প্রতিষ্ঠা করেছেন সেই ভালবাসার ফসল নান্দনিক বঙ্গবন্ধু কর্ণার। বঙ্গবন্ধু ও দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে কর্ণারে রাখা হয়েছে বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত সকল পুস্তিকা, পত্রিকা, প্রামাণ্য চিত্র, দলিল, মুক্তিযুদ্ধের ইতিহাস, সিডি সহ সকল কালেকশন। বঙ্গবন্ধুর প্রতি একজন সফল ব্যাংকারে অকৃতিম ভালবাসার এই নিদের্শন পরবর্তীতে যেভাবেই হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজর কাড়ে। ফলে একজন সফল ব্যাংকারের স্বপ্ন বঙ্গবন্ধুকে ভবিষ্যৎ প্রজন্মের নিকট সঠিকভাবে জানাতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্টানে স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্ণার। বঙ্গবন্ধু কর্ণারের ধারণা এখন ছড়িয়ে পড়েছে সারাদেশে এমন কি সারা বিশ্বে। এভাবেই প্রতিষ্ঠা পেল একজন সফল ব্যাংকারের বঙ্গবন্ধু বা দেশের প্রতি অকৃতিম ভালবাসা ও শ্রদ্ধার বাস্তব প্রতীক ‘বঙ্গবন্ধু কর্ণার’।