সিসিক মেয়র আরিফের দুর্ব্যবহারের প্রতিবাদে হিজড়া জনগোষ্ঠির মানববন্ধন

সিসিক মেয়র আরিফের দুর্ব্যবহারের প্রতিবাদে হিজড়া জনগোষ্ঠির মানববন্ধন

এম এ মতিন, সিলেট :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর ‘দুর্ব্যবহারের’ প্রতিবাদে হিজড়া জনগোষ্ঠির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ২৩ আগষ্ট রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে। সিলেট নগরীর রিকাবীবাজারে স্টেডিয়াম মার্কেটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি এবং মেয়র আরিফের ‘দুর্ব্যবহারের’ প্রতিবাদ জানানো হয়। সিলেট হিজড়া কল্যাণ সংস্থা, নারী উদ্যোগ কল্যাণ সমিতি ও সিলেট হিজড়া বাউল সংগঠন আয়োজিত এ মানববন্ধনে মিজান মিয়া, কমলা বেগম, তুষার, পায়েল, নিলীমা, হাসি, ময়ুরী, রুমা, শুভ, মোস্তফা, সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, গত ২০ আগষ্ট বৃহস্পতিবার হিজড়াদের পরিচালিত একটি চটপটির দোকান ভাঙচুর করেন মেয়র আরিফুল হক চৌধুরী। ওইসময় এক হিজড়াকে মারধরও করেন তিনি। সমাজের অবহেলিত সম্প্রদায়ের লোকদের প্রতি এটি গর্হিত কাজ বলে তারা অভিহিত করেন। করোনাকালে হিজড়ারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে মানববন্ধন থেকে তাদের উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *