মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট অগ্রণী ব্যাংক লিমিটেডের করোনা প্রতিরোধী মাস্ক হস্তান্তর

মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট অগ্রণী ব্যাংক লিমিটেডের করোনা প্রতিরোধী মাস্ক হস্তান্তর

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারের কৃতি সন্তান, বঙ্গবন্ধু কর্নারের নন্দিত উদ্ভাবক, অগ্রনী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধী সামগ্রী ২০,০০০( বিশ ) হাজার৷ পিস মাস্ক মৌলভীবাজার জেলা প্রশাসক এর নিকট হস্তান্তর করা হয়েছে ১৪ আগষ্ট শুক্রবার বিকেলে। মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ এ মাস্কগুলো গ্রহণ করেন। অগ্রনী ব্যাংক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট পশ্চিম অঞ্চল এর উপ মহা-ব্যবস্থাপক মোঃ আশিক এলাহি, অগ্রনী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম এর ছোট ভাই প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সহকারী ব্যাবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ, অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ লুৎফুল মাজিদ জুয়েল, অগ্রণী ব্যাংক লিমিটেড, সিলেট বন্দর বাজার শাখার ব্যবস্থাপক শেখ মঈনুদ্দিন নোমান প্রমুখ।
উল্লেখ্য- এসময় অগ্রনী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটি মৌলভীবাজার, দাফন-কাফন টিমকে ৩২০০ পিস মাস্ক এবং ৬০টি পিপিই প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে এসব সরঞ্জামাদি গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *