বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান

বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান

সুরমার ঢেউ খেলাধুলা :: বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলানকে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করা সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি’র স্থলাভিষিক্ত হয়েছেন। ২৫ আগস্ট মঙ্গলবার এক বিবৃতিতে ম্যাকমিলানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার তথ্যটি নিশ্চিত করেছে বিসিবি। তারা জানায়, ‘নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে ২০২০ সালের শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ব্ল্যাকক্যাপসদের হয়ে এক দশকের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩ ফরম্যাট মিলিয়ে ৮০০০ এর বেশি রান করেছেন তিনি।’ বিবৃতিটিতে আরও বলা হয়েছে, ‘খেলোয়াড় হিসাবে অবসর গ্রহণের পরে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং ও ফিল্ডিং কোচের ভূমিকা পালন করেছেন ম্যাকমিলান। এছাড়া ক্যানটারবুরি, মিডলসেক্স এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবকে কোচিং করিয়েছেন তিনি।’
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাকমিলান শ্রীলঙ্কাতেই প্রাক-সফর শিবিরে দলের সঙ্গে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *