জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও শোক দিবস পালন করা হয়েছে। এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। এতে আইভি রহমান সহ অনেকে শহীদ হন এবং অনেকে পঙ্গুত্ববরণ করেন। সেই ভয়াল দিনকে স্বরণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ২১ আগস্ট শুক্রবার দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক ও সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ, প্রবাসী আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, শাহ কামাল, আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, ছাত্রলীগ নেতা তানজির আহমদ প্রমূখ। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও গ্রেনেড হামলায় শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।