সারাবিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে

সারাবিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে

সুরমার ঢেউ সংবাদ :: সারাবিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ৩৩৮ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ৮৮০ জন। এছাড়া সুস্থ্য হয়ে উঠেছেন ১ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৮৭৯ জন। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫৬ লাখ ১৪ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৮০৪ জনের। মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৬৫৪ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৬৩ হাজার ২৩৫ জন। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৫৭ হাজার ২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৭৩৩ জন। এছাড়া এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫২ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২৭ লাখ ৩২ হাজার ২১৮ জন। এছাড়া, ৪৬ হাজার ৪১৩ জনের মৃত্যু ও ৩ লাখ ৮ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছে ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *