মৌলভীবাজারের কাগাবলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারভোগী তালিকায় দূর্ণীতি- ৪

মৌলভীবাজারের কাগাবলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারভোগী তালিকায় দূর্ণীতি- ৪

(গতদিনের পরবর্তী অংশ)

সুরমার ঢেউ সংবাদ :: অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপার কাগাবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা উপকারভোগীদের তালিকার ৩৯নং ক্রমিকের আব্দুল হাদি, পিতা- মোঃ রমত উল্লাহ, এনআইডি নং ৬৮৯০৬৫৭৭৮৩, ফোন নং ০১৭৩৭-৬৩৮৬০০, ৪০নং ক্রমিকের মোঃ শাহেল মিয়া, পিতা- রহমত আলী, এনআইডি নং ৪৬২০০০৬৫৯৫, ফোন নং ০১৭৩১-৫৩২৭০৬ ও ৪১নং ক্রমিকের মোঃ লুবন মিয়া, পিতা- মোঃ রহমত আলী, এনআইডি নং ৭৭৬৯৯৮২৮১৫, ফোন নং ০১৭৪০-৪৬৫০২১ এই তিনজন ৯নং ওয়ার্ডের একই পরিবারের বাসিন্দা আপন তিনভাই। এর মধ্যে ১ম জন ইউপি চেয়ারম্যানের আপন জামাতা।
তালিকার ২২৩নং ক্রমিকের আব্দুল জলিল, পিতা- মোঃ উকিল উদ্দিন, এনআইডি নং ৯১১৯৬৭৩৯৪৬, ফোন নং ০১৭৪১-৪৮০০৫০, ২২৪নং ক্রমিকের মোঃ নবীব আলী, পিতা- মোঃ উকিল উদ্দিন, এনআইডি নং ৯৫৫৯৮২৮১৬৬, ফোন নং ০১৭৩৫-৬৩১২৭১ ও ২২৭নং ক্রমিকের এমরান মিয়া, পিতা- মোঃ ইসমাইল মিয়া, এনআইডি নং ১৪৬৯৬৫৭২৪৯, ফোন নং ০১৭১৫-৫৮১৯৬৭ এই তিনজন ৯নং ওয়ার্ডের একই পরিবারের বাসিন্দা ১ম ও ২য় আপন দুইভাই এবং ৩য় জন আরেক ভাইয়ের পুত্র।
তালিকার ১৭৫নং ক্রমিকের মোঃ আজমল হোসেন, পিতা- মোঃ খোয়াজ মিয়া, এনআইডি নং ৫০৮৮২৩৭৮৪৬, ফোন নং ০১৭১১-৩৯২২৭৭, ২৪০নং ক্রমিকের জুনেদ মিয়া, পিতা- মোঃ খোয়াজ মিয়া, এনআইডি নং ৪২০০১৯১৪২৯, ফোন নং ০১৭৭৫-৩৯৬৮২১ ও ২৪২নং ক্রমিকের ছগেরা খাতুন, পিতা/স্বামী- মোঃ খোয়াজ মিয়া, এনআইডি নং ১৯৬২৫৮১৭৪৯৪১৯০১৭৯, ফোন নং ০১৭৭১-৮৮২৪৮৮ এই তিনজন ৯নং ওয়ার্ডের একই পরিবারের বাসিন্দা ১ম ও ২য় আপন দুইভাই এবং ৩য় জন স্ত্রী।

(সংবাদটির বাকী অংশ আগামীকাল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *