শ. ই. সরকার জবলু :: মৌলভীবাজার বিএমএ এর সিনিয়র সদস্য, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ও মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ সৈয়দ আক্তার হোসেন (স্বপন) আর নেই। তিনি মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২০ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। তার পারিবারিক সূত্রে জানা গেছে- তিনি করোনা আক্রান্ত হয়ে ১ সপ্তাহ পূর্বে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্ত্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। এমতাবস্থায় আজ ২০ আগস্ট সকাল সাড়ে ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ আজই দুপুরে মৌলভীবাজার শহরের বনবীথি আবাসিক এলাকার নিজ বাসভবনে নিয়ে আসা হয়। পরে তার গ্রামের বাড়ী রাজনগর উপজেলার খারপাড়া মহাসহ¯্র গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৌলভীবাজার শহরের বনবীথি আবাসিক এলাকার বাসিন্দা ডাঃ সৈয়দ আক্তার হোসেন (স্বপন) এর গ্রামের বাড়ী রাজনগর উপজেলার খারপাড়া মহাসহ¯্র গ্রামের সৈয়দ বাড়ী। তার স্ত্রী ডাঃ সেলিনা সুলতানা ১ শিশুপুত্র ও ১ শিশুকন্যা রেখে প্রায় বছর বিশেক পূর্বে মৃত্যুবরণ করার পর থেকে শেষদিন পর্যন্ত তিনি বিপতিœক ছিলেন। তার সেই শিশুপুত্র বর্তমানে ইঞ্জিনিয়ার ও শিশুকন্যা বর্তমানে ডাক্তার।
তিনি পরিবার পরিকল্পনা বিভাগের সরকারী চাকুরী জীবনে অত্যন্ত্য সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সহকারী পরিচালক হিসাবে ২০০৯ সালে অবসরপ্রাপ্ত হবার পর থেকে তিনি নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজার এর অতিথি শিক্ষক ও মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অত্যন্ত অমায়িক, সদালাপী, মানবসেবক ও পরোপকারী ডাঃ সৈয়দ আক্তার হোসেন (স্বপন) জীবনের শেষদিন পর্যন্ত নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছিলেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা, ভাইবোন, আত্নীয়স্বজন, শুভাকাংখী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।