সুরমার ঢেউ সংবাদ :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, সাবেক গণপরিষদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী প্রণেতা, মৌলভীবাজার জেলার প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সাংসদ, সাবেক বিরোধীদলীয় হুইপ, মৌলবীবাজার জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলবীবাজার ইউনিট চেয়ারম্যান, স্বাধীনতা পদকের জন্য মনোনীত মৌলভীবাজার জেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান সদ্য প্রয়াত আলহাজ্ব আজিজুর রহমানের কবর জিয়ার করলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ২০ আগষ্ট বৃহস্পিতবার দুপুর ২টায় সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাঐ গ্রামে কবর জিয়ারতকালে তার আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এসময় মরহুমের ছোটভাই জেলা মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ জামাল উদ্দিন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজিব আহসান, জেলা যুবলীগের সহ-সভাপতি বিকাশ ভৌমিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগরসহ দলীয় নেতা কর্মীরা ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ১৮ আগষ্ট সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বিকাল ৪টায় মৌলভীবাজার পৌর ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাঐ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।