বিশ্বনাথে র্যাবের হাতে ওয়াহাব আলী গ্রেফতার

বিশ্বনাথে র্যাবের হাতে ওয়াহাব আলী গ্রেফতার

সুরমার ঢেউ সংবাদ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পেছিখুরমা গ্রামের চাঞ্চল্যকর খুনের মামলার আসামি ওয়াহাব আলীকে (৫৬) গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত মঙ্গলবার রাতে গোয়ইনঘাট থানার হাওলদার পাড়া বাজার থেকে গ্রেফতারের পর রাতেই বিশ্বনাথ থানায় হস্থান্তর করা হয়েছে। বিশ্বনাথ (থানার মামলা নং-১৬/১২২)। বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত , গত ২৩ জুন মঙ্গলবার বিকেলে জমি-জমা নিয়ে সৃষ্ট বিরুধের জের ধরে মনোকুপা গ্রামের মসজিদের মোতাওয়াল্লী হাজি মখলিস আলী (৬০) ও ওয়ারিছ আলী (৫৫) নিহত হন। মখলিছ আলী ঘটনাস্থলেই মারা যান। ওয়ারিস আলী সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। তাদের দু’জনের বাড়ি উপজেলার অলংকারি ইউনিয়নের মনোকুপা গ্রামের। খুনের ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। তবে, নিহত মখলিছুর রহমানের পুত্র আকরাম হোসেন বাদী হয়ে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলকে খুনের হুকুমদাতা হিসাবে আসামী করে ৩১ জনের বিরোদ্ধে দন্ডবিধি আইনের ৩০২/৩২৩/৩২৪/৩২৫/৩২৬ ধারায় থানায় মামলা দায়ের করেন, (মামলা নং-১৬) তারিখ, ২৪,০৬, ২০২০ইং। এই মামলার ৪নং আসামি ওয়াহাব আলীকে গতকাল রাতে র‌্যাব গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *