সুরমার ঢেউ সংবাদ :: গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ব্যাপারে সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ১৬ই অগাস্ট রোববার। শহরের মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে গণপরিবহনে নিরাপদ দূরত্বে না বসা, মাস্ক পরিধান না করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার অপরাধে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩টি মামলায় ১৫০০ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।