মৌলভীবাজারের কাগাবলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারভোগী তালিকায় দূর্ণীতি- ২

মৌলভীবাজারের কাগাবলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারভোগী তালিকায় দূর্ণীতি- ২

(গতকালের পরবর্তী অংশ)

সুরমার ঢেউ সংবাদ :: অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপার কাগাবলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা উপকারভোগীদের তালিকার ৪নং ক্রমিকের শাহেনা বেগম, পিতা- তুয়াজ মিয়া, এনআইডি নং ৫০৬৯৬৫৯৬৪৬, ফোন নং ০১৭৪২-১০৮২৫৯ এবং ৫নং ক্রমিকের আব্দুল আউয়াল, পিতা- আজাদ মিয়া, এনআইডি নং ৬৮৬৯৯৭৮৬৮১, ফোন নং ০১৭৪৬-৬৩৩৮২৪- এরা দুজন ৮নং ওয়ার্ডের একই ঘরের বাসিন্দা স্বামী-স্ত্রী।
তালিকার ৬নং ক্রমিকের নিমার উদ্দিন, পিতা- আজমত আলী, এনআইডি নং ৬৮৭১০৬৬০৯৫, ফোন নং ০১৭৭২-২৮২৯৩১ ও ৭নং ক্রমিকের রমজান মিয়া, পিতা- আজমত আলী, এনআইডি নং ৫৫৫০৭৬৫৫৭১, ফোন নং ০১৭০৩-৬৬৫০৬৫ এই দুজন ৮নং ওয়ার্ডের একই পরিবারের বাসিন্দা আপন দুইভাই।
তালিকার ১৫নং ক্রমিকের মুজাহিদ মিয়া, পিতা- কামিল উদ্দিন, এনআইডি নং ৪১৬৯৬৭২৫২৬, ফোন নং ০১৭৩২-২২৩৪১৫ ও ১৭নং ক্রমিকের মাওঃ সেলিম আহমদ, পিতা- কামাল উদ্দিন, এনআইডি নং ৫৫৫০২৮২৭৮৩, ফোন নং ০১৭১৭-৫৪২৭৯৩ এই দুজন ৮নং ওয়ার্ডের একই পরিবারের বাসিন্দা আপন দুইভাই।
তালিকার ১৩৪নং ক্রমিকের আব্দুল হান্নান, পিতা- সুজাত মিয়া, এনআইডি নং ১৯৬৪৫৮১৭৪৯৪১৮৯০০০, ফোন নং ০১৭৭৭-০২১৪৮৮, ১৩৫নং ক্রমিকের সুহিল মিয়া, পিতা- সুজাত আলী, এনআইডি নং ১০১০০৫৭২১২, ফোন নং ০১৭১৮-৪৩০৪২৯ ও ১৩৬নং ক্রমিকের মশাহিদ আলী, পিতা- আব্দুল হান্নান, এনআইডি নং ১৯৮৮৫৮১৭৪৯৪১৮৯৪০০, ফোন নং ০১৭৪১-১৪৭০২৮ এই তিনজন ৮নং ওয়ার্ডের একই পরিবারের বাসিন্দা আপন দুইভাই এবং ১ম ভাইয়ের পুত্র।

(সংবাদটির বাকী অংশ আগামীকাল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *