মৌলভীবাজারে পুরষ্কার হিসেবে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন ১৫ সাংবাদিক

মৌলভীবাজারে পুরষ্কার হিসেবে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন ১৫ সাংবাদিক

সুরমার ঢেউ সংবাদ :: করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করায় পুরষ্কার হিসেবে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন মৌলভীবাজার জেলা সদরে কর্মরত ১৫ জন সাংবাদিক। বিলম্বে প্রাপ্ত খবওে প্রকাশ- ৬ আগস্ট বৃহস্পতিবার দূপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাবদার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। ১৫ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। চেক প্রদান অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের প্রণোদনা দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- আহমেদ ফারুক মিল্লাদ (একাত্তর টিভি) অশোক কুমার দাশ (দি অভজারবার), তমাল ফেরদৌস দুলাল (মাছরাঙ্গা টিভি), নুরুল ইসলাম শেফুল (দি ইনডিপেনডেন্ট), নজরুল ইসলাম মুহিব (ইত্তেফাক), মামুনুর রশিদ মহসিন (মুক্তকথা), সৈয়দ বয়তুল আলী (নিউজ টুয়েটিফোর টিভি), চৌধুরী ভাষ্কর হোম (আরটিভি), শেখ সিরাজুল ইসলাম সিরাজ (মৌমাছি কন্ঠ), নূরুল ইসলাম (সমকাল), আলী হোসেন রাজন (বাংলা টিভি), সৈয়দ মহসীন পারভেজ (এটিএন বাংলা), আফরোজ আহমদ (যমুনা টিভি), সালাহ্উদ্দিন ইবনে শিহাব (পূর্বদিক) ও মাসুদ আহমদ (মানব জমিন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *