সারা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত

সারা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত

সুরমার ঢেউ সংবাদ :: সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় ২ কোটি মানুষ প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সারা বিশ্বে ৭ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৭ লাখ ২৪ হাজার ৫০ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ২১৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৪৮০ জন। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫০ লাখ ৯৫ হাজার ৫২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৪ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭০২ জনের। আর আক্রান্ত হয়েছে ২৯ লাখ ৬৭ হাজার ৬৪ জন। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৫১ হাজার ৩১১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৪০৭ জন। এছাড়া ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯ হাজার ৫ জন। এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় ৪২ হাজার ৫৭৮ জনের মৃত্যু ও ২০ লাখ ৮৬ হাজার ৮৬৪ জন আক্রান্ত হয়েছে। ভাইরাসটির উৎপত্তিস্থল দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৮৪ হাজার ৫৯৬ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ৪ হাজার ৬৩৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *