সুরমার ঢেউ সংবাদ :: মাদ্রিদে ‘সমসাময়িক সমস্যা এবং সমাধান’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পর্যটকনির্ভও দেশ স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে ২৬ জুলাই রবিবার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর এর পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বারের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, আল মামুন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি আলামিন মিয়া, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন মনু, বেলাল আহমদ, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দবির তালুকদার, আবু জাফর রাসেল প্রমুখ নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন ব্যসায়ীক সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি এসব সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ব্যাবসায়ী নেতৃবৃন্দ তাদের নানা বিড়ম্বনা ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করার দাবিতে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা নতুন এসব ব্যাবসায়ীদের পুরাতন ব্যাবসায়ীদের কাছ থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের প্রতি আহ্বান জানানো হয়। এরই প্রেক্ষিতে ২৬ জুলাই এসব ব্যবসায়ীদের নিয়ে এসোসিয়েশন ইন স্পেনের হলে আয়োজিত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধান ও ব্যবসাবান্ধব পরিবেশ গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়।