কুলাউড়ায় ৫ শতাধিক পরিবারে আল-খায়ের ফাউন্ডেশনের কোরবানির মাংস বিতরণ

কুলাউড়ায় ৫ শতাধিক পরিবারে আল-খায়ের ফাউন্ডেশনের কোরবানির মাংস বিতরণ

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার তত্ত্বাবধানে মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমানের উদ্যোগে আন্তর্জাতিক সহায়তা সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন ইউকে এর অর্থায়নে ইউনিয়নের মনোহরপুর, ইটারঘাট, মানগাঁও, সোনাপুর, চাড়িয়ারঘাট, কালারায়েরচর, দত্তগ্রাম, নিশ্চিন্তপুর ও আশপাশ গ্রামের ৫ শতাধিক পরিবারের মাঝে ১০টি গরু ও ২০টি ছাগল কোরবানী করে মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের দ্বিতীয় দিন ০২ আগষ্ট রোববার বিকাল ৩টায় মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে, শরীফপুর ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ হারুন মিয়ার উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানে কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলু আহমদ, ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ সেক্রেটারি খিজির মুহাম্মদ জুলফিকার, শিশু বিশেষজ্ঞ ডাঃ আজিজুল ইসলাম, কাজিরবাজার মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কোরবানীর মাংস বিতরণ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ আব্দুস ছালাম। সহযোগিতায় ছিলেন ডাঃ আব্দুশ শাকুর ও মোঃ আয়ুব আলী। অনুষ্ঠানে কোরবানীর মাংস বিতরণ শেষে আর্ত-মানবতার সাহায্যে কাজ করা ব্যক্তিত্বদের জন্য বিশেষকরে আল-খায়ের ফাউন্ডেশনের কোরবানী দাতাদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *