সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারের আলহাজ্ব মখলিছুর রহমান কলেজে করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদের করোনা ভাইরাস প্রতিরোধী হোমিও ঔষধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ (অৎংবহরপঁস ধষনঁস ৩০) বিতরণ করা হয়েছে ২৯ জুলাই বুধবার বিকালে। এম এ রহিম শহিদ সিআইপি’র সহযোগীতায় কলেজের একটি শ্রেণীকক্ষে মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ করোনা ভাইরাস প্রতিরোধী হোমিও ঔষধ বিতরণ অনুষ্ঠানে করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ মৌলভীবাজার এর আহবায়ক সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সরওয়ার আহমদ ও সদস্য সাংবাদিক শ. ই. সরকার জবলু উপস্থিত থেকে ঔষধ বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
ঔষধ বিতরণের প্রাক্কালে উপস্থিত ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর উদ্দেশ্যে করোনা ভাইরাস প্রতিরোধ ও আর্সেনিকাম অ্যালবাম ঔষধটি সেবনের নিয়মকানুন সম্পর্কে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ মৌলভীবাজার এর আহবায়ক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সরওয়ার আহমদ ও অতিথি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য শেষে কয়েকজন ছাত্রকে করোনা ভাইরাস প্রতিরোধী হোমিও ঔষধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ সেবন করিয়ে বিতরণের উদ্বোধন শেষে উপস্থিত ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি মুজিবুর রহমান এ মহতি কার্যক্রমের জন্য করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ মৌলভীবাজার এবং উপস্থিত অতিথির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।