সুরমার ঢেউ প্রবাস : বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ডা. ফারজানা হোসেইন যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসক। তিনি এ বছর যুক্তরাজ্যে বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ডা. ফারজানা হোসেইনকে যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসক হিসাবে ঘোষণা দিয়েছে। ব্রিটেনের সাটারস্টক.কম যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসক হিসাবে তার ছবি প্রকাশ করেছে। ডা. ফারজানা হোসেইন এবং তার টিম করোনা মহামারি কালীন ব্রিটেনের রোগীদের চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৮ বছর ধরে ডা. ফারজানা হোসেইন পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত। তিনি ২ কন্যা সন্তানের জননী। যুক্তরাজ্যের ন্যাশনাল এ্যাসোসিয়েশন অব প্রাইমারি কেয়ারের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত ডা. ফারজানা হোসেইন জানিয়েছেন, অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করাই তার লক্ষ্য।