২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ

সুরমার ঢেউ খেলাধুলা :: ২০২৪ সালে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে আইসিসি। ফলে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ২০২৬ সালের আসরটি বসবে ইংল্যান্ডে। শ্রীলংকায় ২০২৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার বার্মিংহামে আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে। বোর্ড মিটিংয়ে ২০২৪-২০২৭ সালের চক্রে আইসিসির নারীদের টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম চূড়ান্ত করে আইসিসি।
মার্টিন স্নেডেনের নেতৃত্বে কমিটি যাচাই বাছাইয়ের পর আয়োজক দেশগুলোর নাম চূড়ান্ত করেছে। এই কমিটির সদস্য ছিলেন সৌরভ গাঙ্গুলী ও রিকি স্কেরিট।
২০২৪ সালের সেপ্টম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টে মোট ম্যাচ সংখ্যা থাকবে ২৩টি। এর আগে ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ থেকে বেড়ে দলের সংখ্যা হবে ১২টি। ম্যাচ সংখ্যা বেড়ে হবে ৩৩টি। ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ যে ভারতে হতে যাচ্ছে এমন আভাস অবশ্য আগে থেকেই পাওয়া যাচ্ছিল, আজ তা চূড়ান্ত হলো।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা নারীদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সেটা নির্ভর করছে শ্রীলংকার টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করার ওপর। টি-টোয়েন্টি সংস্করণের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে মোট ৬টি দল।
২০২৩ ও ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যুও মিটিংয়ে নির্ধারণ করেছেন আইসিস্রি কর্তারা। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের লর্ডসে। এছাড়া ২০২৩-২০২৭ সালের চক্রের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুমোদন দিয়েছ আইসিসি বোর্ড। বিস্তারিত সূচি পরে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *