সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ভেটেরিনারি সার্জন, কম্পাউন্ডার ও ড্রেসার না থাকায় হাসপাতালে পশু চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে দীর্ঘদিন ধরে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহিনুল হক জানান- তিনটি পদে চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে। অবশ্য বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জানা যায়- সদর উপজেলার ১২টি ইউনিয়নে গবাদি পশু ও হাঁস মুরগির ৮৫০টি খামার রয়েছে। এসব খামারের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা পশু হাসপাতাল। অথচ এ হাসপাতালে তিনজন পশু চিকিৎসক নেই। ফলে, খামারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন খামারের পশুদের চিকিৎসা নিয়ে হয়রানির শিকার হচ্ছেন। বাধ্য হয়ে গ্রাম্য হাতুরে ডাক্তার ও প্রাইভেট ডাক্তারের কাছে যেতে হচ্ছে। এতে একদিকে আর্থিক অপচয় হচ্ছে এবং অন্যদিকে সঠিক চিকিৎসা মিলছে না। এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম জানান- বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই শূন্য পদে ডাক্তার নিয়োগ দেয়া হবে বলে আশা করছি।