মোহাম্মদ হায়দার :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নস্থিত পশ্চিম কালাইকোনা গ্রামে পিত্রালয়ে স্ত্রী শারমিন বেগম (২২)-কে হত্যার অভিযোগে স্বামী মো. শাকিল (২৪)-কে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ। হন্তারক শাকিল একই ইউনিয়নস্থিত আদমপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র। ১৩ আগস্ট রোববার হত্যাকান্ডের ৬ ঘণ্টার মধ্যে উপজেলার টেংরা ইউনিয়নস্থিত সৈয়দনগর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে- উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র শাকিলের সাথে ৩-৪ বছর পূর্বে একই ইউনিয়নের পশ্চিম কালাইকোনা গ্রামের মৃতঃ কামিল মিয়ার কন্যা শারমিন বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ নিয়ে একাধিকবার সালিশে সুরাহা হলেও তাদের মধ্যে কলহ লেগে থাকতো। এমতাবস্থায় গত কোরবানির ঈদের আগে শারমিন তার পিত্রালয়ে চলে যায়। শারমিনকে ফিরিয়ে নিতে রোববার শ্বশুরালয়ে যায় শাকিল। এসময় শ্বাশুড়ি বাড়ীতে ছিলেন না। শাকিল অনেক বুঝালেও শারমিন ফিরে যেতে রাজি হয়নি। একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে শারমিনকে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে শারমিনের মা বাড়ি ফিরে ঘটনা জানতে পারেন।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন- লাশ উদ্ধারের পর ৬ ঘণ্টার মধ্যে সৈয়দনগর গ্রাম থেকে স্বামীকে আটক করা হয়েছে। শারমিনের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।