ফেরদৌস সালাম,
সম্পাদক ও প্রকাশক, বিজনেস ম্যাগাজিন ‘অর্থকণ্ঠ’।
কইরে আমার কালবোশেখী আয়রে ছুটে আয়
কররে তাদের ঝেটিয়ে বিদায় হারাম যারা খায়।
আমার মাথায় কাঁঠাল রেখে গিলছে যারা কোষ
রাষ্ট্র তবুও পায় না খুঁজে তাদের কোনই দোষ।
যারা দেশের দুর্নীতিবাজ বেগমপাড়ায় বাড়ি
হালুয়া রুটির ভাগ বসিয়ে কামায় কাড়ি কাড়ি।
আমার কাছে এই বৈশাখ আনন্দহীন খুব
বাজারজুড়ে শুধুই আগুন তবুও সবাই চুপ।
গণতন্ত্রের গোল্লাছুটে জেতার লড়াই চাই
আনন্দে কেউ খেলছে লুডু চিন্তা কিছু নাই।
আয়রে সখা কালবোশেখী ভাঙরে তাদের মাথা
মুক্তিযুদ্ধে ভুয়া হয়েও জড়ান নকশীকাঁথা।
ডিজিটালি ডাইনোসরে কাটছে যখন গলা
আমিও তখন থাকছিরে চুপ বন্ধ কথা বলা।
আয়রে ছুটে কালবোশেখী উল্টে পাল্টে দে
তাইরে নাইরে বলুক সবাই কে এলোরে কে…