আল আমিন আহমদঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর ভোগতেরা গ্রামে নব প্রতিষ্ঠিত সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর-২০২৩ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার(১ লা মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে ৪ টি বাস নিয়ে কুলাউড়া উপজেলার নান্দনিক সৌন্দর্য্যমন্ডিত টিলাগাও আমানীপুর পার্ক অবস্হান করে দিনব্যাপী প্রতিষ্টাতা, অভিভাবকগণ, পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র ছাত্রীদের এক আনন্দঘন মিলনমেলা জমে উঠে। ছাত্র ছাত্রীরা বিভিন্ন ইভেন্টের খেলাধুলায় সারাদিন পার করে। এ সময় তাদের সাথে শিক্ষা সফরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি মোঃ তুতিউর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান, গ্রামীণ ব্যাংকের উপপরিচালক (অবঃ) মোঃ মুজিবুর রহমান, কেবি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মনোয়ারা বেগম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক আল আমিন আহমদ, আওয়ামিলীগ নেতা আব্দুল মনাফ, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন, মাওঃ আমিরুল ইসলাম, ফুলন বেগম, মরিয়ম বেগম, প্রাক্তন সহকারি শিক্ষক মাওঃ এম এ মকসুদ জুনেদ,জসিম উদ্দিন, জয়প্রতাপ চৌবে, অফিস সহকারি রাজীব আহমদ জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শামস জাহান জুঁই, সহকারি শিক্ষক কয়ছর আহমদ, ফারজানা আজিজ প্রমূখ।