মুসলিম বলেই কি বিলকিস বানুর পাশে কেউ নেই– সাক্ষাতকারে শাবানা আজমি

মুসলিম বলেই কি বিলকিস বানুর পাশে কেউ নেই– সাক্ষাতকারে শাবানা আজমি

সুরমার ঢেউ সংবাদ :: ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে শাবানা আজমি বলেন- মুসলিম বলেই কি বিলকিস বানুর পাশে কেউ নেই ? ভারতের গুজরাটে অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে গণধর্ষণ ও তার পরিবারের ৭ জনকে হত্যার ঘটনায় ১১ জনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছিল। কিন্তু, ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওই ১১ জনকে মুক্তি দেয়া হয়। বিলকিস বানুর ধর্ষক ও তার পরিবারের হত্যাকারী ওই ১১ জন এখন মুক্ত। এ নিয়ে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এর প্রতিক্রিয়া যতটুকু ও যেভাবে হওয়া উচিত ছিল তা হয়নি। এসব বিষয় নিয়ে প্রশ্ন তুললেন ভারতের অভিনেত্রী শাবানা আজমি।
ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে শাবানা বলেন, মুসলিম বলেই কি বিলকিস বানুর পাশে কেউ নেই ? তার জন্য কেউ সরব হলোনা ? এর থেকে বেশি আর কী ভাবব, বলুন ? দেশে এখন শুধু হিন্দু-মুসলিম বিতর্ক। আমার তো মনে হয়, এরকম ঘটনা ঘটিয়ে দেশে আরো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করাই লক্ষ্য। সেই রেষারেষিকে ভোটের কাজে লাগানো। এর থেকে আমার আর কিছু মনে হয় না। ওই ১১ জনের পক্ষে বলা হয়েছে, ওরা ব্রাহ্মণ। ওদের মধ্যে একটা ‘সংস্কার’ রয়েছে। অপরাধ করেছে কী করেনি তাও জানি না।
তিনি বলেন, ১১ জনকে অপরাধী ঘোষণা করে তাদের আদালত সাজা দিয়েছে। তারপরও কেউ বলছে, ওরা অপরাধ করেনি! ভারত সরকারের কোনো নির্দেশনা ছাড়া গুজরাট সরকার এমনটা কীভাবে করতে পারে? নারী কমিশন থেকে মানবাধিকার কমিশন কেন নীরব ? বিজেপির নারী নেতারা কেন নীরব ? এটা পার্টি লাইনের জন্য? মানবিকতা বলে কিছু কি আর বেঁচে নেই? এ কোন সমাজে বাস করছি ?
শাবানা আজমি বলেন, ভেবেছিলাম ওইসব কয়েদিদের ছেড়ে দেয়ার পর দেশজুড়ে বিশাল প্রতিক্রিয়া হবে। এক দিন, দুদিন, তিন দিন অপেক্ষা করলাম। মিডিয়া বা অন্য কোথাও সেরকম কিছু দেখলাম না। একদিন আমি কয়েকজনের সাথে একটা আলোচনায় বসেছিলাম। একজন বলল, ওরা তো অনেক দিন জেল খেটেছে। এখন তাদের ছেড়ে দেয়া হলে কী ক্ষতি !
তিনি বলেন, যারা এ কথা বলেছে, তারা সবাই জানে ওই ১১ জন কী করেছে। ওদের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার মনে হয়েছে বিলকিস বানুর সাথে কী হয়েছে তার কোনো ধারণা ওদের নেই। ওই ১১ জনকে শুধু ছেড়েই দেয়া হয়নি। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। মিষ্টি বিতরণ হয়েছে। ভেবে দেখুন আমরা সমাজকে কী বার্তা দিচ্ছি ? কী বার্তা দিচ্ছি দেশের মেয়েদেও ? যেদিন ওদের ছেড়ে দেয়া হয় সেই দিনই ভারত সরকার নারী শক্তির কথা বলছিল। ভাবতে পারছি না, নির্ভয়া কান্ডে গোটা দেশ রাস্তায় নেমেছিল। বিলকিস বানুর ক্ষেত্রে কেন নয় ?
শাবানা বলেন, আমার বলার কিছু নেই। আমি স্তম্ভিত। এত বড় ট্রাজেডির পরও বিলকিস সাহস হারাননি। অপরাধীদের শাস্তি হয়েছিল। এখন ওইসব কয়েদিকে ছেড়ে দেয়া পর বিলকিসের স্বামী বলছে ও যখন জীবনকে গুছিয়ে নেয়ার চেষ্টা করছিল তখনই এমন ঘটনা ঘটল। ওই আইনজীবী বলছে, একা আর কত লড়াই করবে ? এসব হবার পরেও কি আমাদের এগিয়ে আসা উচিত নয় ? ভারতে যেসব নারী রোজ ধর্ষণের হুমকি পান তাদের কি একটা নিরাপত্তা বোধের বার্তা দেয়া যেতনা ? বিলকিসের সামনে আমি দাঁড়াব কী কওে ? দেশের মহিলা সংসদ সদস্যদের কী হলো ? তারা কীভাবে চুপ করে রয়েছেন ? সূত্র : ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *